ময়মনসিংহের বিখ্যাত ব্যক্তিদের নামে শুরু হলো বঙ্গবন্ধু ক্রিকেটখোর প্রিমিয়ার লিগ

Cricketkhorময়মনসিংহে শুরু হলো ‌‘বঙ্গবন্ধু ক্রিকেটখোর প্রিমিয়ার লিগ’ (বঙ্গবন্ধু সিপিএল)। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মাদক ও জুয়া থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বানে ক্রিকেটখোর ময়মনসিংহ কমিউনিটি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বেলুন উড়িয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এ লিগের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, বৃত্ত কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান, ক্রিকেটখোরের প্রেসিডেন্ট একেএম কাউসার, এডমিন সাইফুল সোহেল, মাহবুব এলাহী, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

লিগে ছয়টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর নামকরণ করা হয়েছে ময়মনসিংহের বিখ্যাত ব্যক্তিদের নামে। দলগুলো হলো- আনন্দমোহন বসু একাদশ, সৈয়দ নজরুল ইসলাম একাদশ, জয়নুল আবেদিন একাদশ, আব্দুল জব্বার একাদশ, রফিক উদ্দিন ভুঁইয়া একাদশ ও কাজী নজরুল ইসলাম একাদশ।

আয়োজকরা জানান, ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি ফাইনাল খেলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, তরুণ সমাজকে মাদক-জুয়াসহ খারাপ কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা খুবই প্রয়োজন। কেননা যুবসমাজকে ভালো রাখতে পারলে সুন্দর সমাজ গড়া সম্ভব।

Share this post

scroll to top