করোনাভাইরাসে ইরানের ২৩ এমপি আক্রান্ত : প্রেসিডেন্ট হাসান রুহানি

Iran_Hasan Rohaniইরানের প্রায় সব প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার রুহানি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ইরানের প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। ইরানি প্রেসিডেন্টের ওয়েবসাইটের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।

তিনি বলেন, এই রোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগ। এটি আমাদের প্রায় সব প্রদেশে পৌঁছেছে এবং এটি একটি বিশ্বব্যাপী রোগ।

এ দিকে করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আবদুল রেজা মিসরি এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

এতে জানানো হয়, সংসদের ২৩ সদস্যের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বেগের কারণে সংসদ সদস্য ও জনগণের মধ্যে বৈঠক স্থগিত করা হয়েছিল।

Share this post

scroll to top