ময়মনসিংহে ৭ দিনব্যাপী বইমেলা শুরু

‘মুজিববর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা।

বুধবার দুপুরে নগরের জিমনেসিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর আগে বইমেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরিতে বইয়ের গুরুত্ব অপরিসীম। তাই ভালো বই পড়ার প্রতি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বইমেলা চলবে। যা শেষ হবে আগামী ১০ মার্চ।

জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অংশগ্রহণে মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনীসহ মোট ৬৩ টি স্টল স্থান পেয়েছে।

Share this post

scroll to top