যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় আনিসুর রহমান (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদ্য প্রবাস ফেরত এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত আনিসুর রহমান উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডের কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোল্লাপাড়ায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর রহমান। এসময় একই গ্রামের সদ্য প্রবাস ফেরত নাসির উদ্দিন পেছন থেকে এসে আনিসুর রহমানকে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়। পরে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই নাসির পালিয়ে যায়

‘আমরা খবর পেয়ে আনিসুরকে উদ্ধার করে হাসপাতালে আনলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’ বলেন ইউপি চেয়ারম্যান।

শার্শা থানার ওসি আতাউর রহমান আনিসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। তদন্তের পরেই প্রকৃত সত্য উদঘাটিত হবে।’ সূত্র : ইউএনবি।

Share this post

scroll to top