আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুনঃতফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।
পুনঃতফসিলে প্রজ্ঞাপন অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছায়ের শেষ তারিখ ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ নভেম্বর।
এর আগে সোমবার দুপুর পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম মেলায় পুনঃতফসিলের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনী তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নূরুল হুদা। ওই তফিসল অনুযায়ী, দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছায়ের শেষ তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর ও নির্বাচনের ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর নির্ধারণ ছিল।
ঐক্যফ্রন্ট জাতীয় নির্বাচনের তারিখ কমপক্ষে এক মাস পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে। তাদের দাবিকে উপেক্ষা করেই ইসি ভোটের তারিখ এক সপ্তাহ পিছিয়েছে।