ঢাকাMonday , 12 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে বড় ধরনের বিস্ফোরণ, হতাহতের আশংকা

Link Copied!

আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার বড় ধরণের বিস্ফোরণ ঘটেছে। এতে হতাহতের আশংকা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। জাতিগত সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর ওপর তালেবানের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত আফগান রাজধানীর কেন্দ্রস্থলের একটি হাইস্কুলের সামনে জড় হয়েছিল। তার কাছাকাছি এ বিস্ফোরণ ঘটে। এটি পেতে রাখা বোমা হামলা নাকি আত্মঘাতী হামলা তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী কায়েস নওয়াবি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইশতিকলাল হাইস্কুলের কাছে বড় ধরণের বিস্ফোরণ ঘটেছে। যেখানে বিক্ষোভকারীরা জমায়েত হয়েছিল।

ঘটনাস্থলে থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, তিনি হতাহত হওয়া ১০ থেকে ১৫ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন।
তবে এটি পেতে রাখা বোমা হামলা নাকি আত্মঘাতী হামলা তা তিনি বলতে পারেন নি।

হাজারা অধ্যুষিত গজনী প্রদেশে তালেবানের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ শত শত আফগান রাস্তায় নেমে আসে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।