দেশীয় অস্ত্রসহ ময়মনসিংহের ২ ডাকাতসহ গ্রেফতার ৫

গাজীপুরে সদরের ভবানীপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ গাজীপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

গ্রেপ্তাররা হলেন—  গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালির মো. আকরাম হোসেন (৩৪), ময়মনসিংহের ত্রিশাল এলাকার বালিপাড়ার মো. নাজমুল হক (৩২), একই এলাকার মো. মাহাবুল হক (২০) ও সুজন মিয়া (৩৫) এবং দিনাজপুরের ঘোরাঘাট থানার নন্দনপুরের মো. মনজুরুল ইসলাম (২৮)।
Gazipur ডাকাত
মঙ্গলবার সকালে র‌্যাব-১ গাজীপুর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভবানীপুরে এক সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালায়। অভিযানে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের নিকট হতে এক চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, এক ছুরি, এক সুইচ গিয়ার চাকু, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১১টি বিভিন্ন গাড়ির চাবি, পাঁচ মোবাইল এবং নগদ চারশত বিশ টাকা জব্দ করা হয়।

Share this post

scroll to top