শান্তর বিসর্জনে তামিমের ফিফটি

অর্ধশত করতে তামিম ইকবালের প্রয়োজন ছিল মাত্র ১ রান। তখন বল হাতে আসেন ওয়েসলি মাধেভেরে। দ্বিতীয় বলটি মোকাবেলা করেন শান্ত। প্রথম বলের মতো এবারও কোনো রান নিতে চাননি। কিন্তু অপরপ্রান্তে থাকা তামিম দৌড়ে চলে আসেন। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। শান্ত আর তামিম একইপ্রান্তে! তামিমের জন্য নিজের উইকেটটি বিসর্জন দিয়ে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন শান্ত (৬)। ক্রিজে এলেন মুশফিকুর রহিম। ওই ওভারের শেষ বলেই তামিম ফিফটি পূরণ করেন।

ওয়ানডেতে তামিম ইকবালের এটি ৪৮তম অর্ধশত। ৪২ বলে ১০টি বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করেন এই ওপেনার।

এখন বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান।

এর আগে টস জিতে দুপুর ১টায় সিলেট স্টেডিয়ামে ব্যাট করতে নামে মাশরাফিরা।

৬.৩ ওভারে সাজঘরে ফেরেন লিটন দাস (৯)। কার্ল মুম্বার বলে অনাকাঙ্ক্ষিতভাবে রান আউট হন তিনি।

আজ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেয়া হয়েছে শফিউল ইসলাম ও আল-আমিন হোসেনকে।

বাংলাদেশ দল : লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

জিম্বাবুয়ে দল : টিনাশে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), শেন উইলিয়ামস (অধিনায়ক), টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড তিরিপানো, ওয়েসলি মাধেভেরে, কার্ল মুম্বা ও চার্লটন শুমা।

Share this post

scroll to top