ঢাকাTuesday , 3 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৭ তারিখ পর্যন্ত হঠাৎ ঝড়সহ বৃষ্টি হতে পারে

Link Copied!

rainআবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ময়মনসিংহ বিভাগসহ ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৭ মার্চ পর্যন্ত পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।”

কোনোরকম পূর্বাভাস ছাড়াই মঙ্গলবার সকাল সকাল ঝোড়ো বৃষ্টি হয়ে গেল ঢাকায়।  চলতি মৌসুমের প্রথম ঝড় বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয়েছে ভোগান্তি। সেই সাথে মাদারীপুর, শরিয়তপুরে শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

বৃষ্টির শুরু সকাল ৬টায়। ৭টায় পর শুরু হয় ঝোড়ো বাতাস। তবে আগামী কয়েক দিন হঠাৎ করেই এ ধরনের আবহাওয়া দেশের যেকোনো এলাকায় দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির কারণে রাজধানীতে শিক্ষার্থীরা, অফিসগামী সাধারণ মানুষ বিপাকে পড়েন। অনেকেই ঝড়ের কারণে ঠিক সময়ে বাসা থেকে বের হতে পারেননি।

মার্চ মাসের পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামুদ্রিক আহমেদ জানান,  এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এ মাসের দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) সামান্য কম থাকার সম্ভাবনা আছে।

তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারি বৃষ্টিপাতজনিত কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।