নির্বাচনের মাঠ সমান্তরাল করতে নয়, সরকারের ইচ্ছা পূরণ ও সরকারের নির্দেশেই নির্বাচন কমিশন (ইসি) তফসিল পিছিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি সোমবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আমরা মনে করি ইসি সরকারের ইচ্ছা পূরণ করতেই তফসিল পিছিয়েছে।
রিজভী বলেন, আমাদের দাবি ছিল ১ মাস নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়া। কিন্তু তা তো করেনি। সরকার সংসদও ভেঙ্গে দেয়নি। এখন লোক দেখানোর জন্য তফসিল এক সপ্তাহ পেছানো হলো। আসলে এটা নির্বাচনের মাঠ সমান্তরাল রাখার জন্য নয়। ইসি তো ইভিএমও বাতিল করেনি। সরকারের সেবাদাস হিসেবে যা করা দরকার ইসি তা করছে। আমাদের আশঙ্কা প্রধান নির্বাচন কমিশনার বা অন্যরা ভোট চুরি করার খায়েস করেছেন। তবে আমাদের তথা জাতীয় ঐক্যফ্রন্টের যে ৭ দফা দাবি ছিল তা তো রয়েছেই আমরা দাবি থেকে সরে আসিনি।
বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বৃদ্ধি করা হবে কি না? জানতে চাইলে রিজভী বলেন, সেটা হয়তো হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ফরম বিক্রি শেষ করতে চাই।