ময়মনসিংহে নতুন সড়ক পরিবহন আইনে ৯ মামলা হয়েছে বিভিন্ন পরিবহন ও চালকের বিরুদ্ধে। ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে গাড়ি চলাচল রোধে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযানে নামেন পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান। সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাসে উল্টোপথে চলাচলকারী সাতটি বালুবোঝাই ট্রাক ও দুটি মোটরসাইকেলকে নতুন সড়ক পরিবহন আইনের ৯২ (১) ধারায় মামলা করা হয়।
এ সময় এসপি আহমার উজ্জামান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। ময়মনসিংহে সড়কে অপ্রত্যাশিত মৃত্যুর মিছিল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ট্রাফিক আইন অমান্য করে কেউ পার পাবে না। আইন অমান্য করে মহাসড়ক-সড়কে চলাচলকারী যানবাহনকে ন্যূনতম জরিমানার আওতায় আনতে চেষ্টা করছি। সংশোধন না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সড়ক আইনের সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।
এসপির নেতৃত্বে এই অভিযানকালে জেলা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।