মাটির ক্ষয়রোধ নিয়ন্ত্রণ, উর্বরতা বৃদ্ধি, মাটির স্বাস্থ্যরক্ষা, পানির স্তর নিয়ন্ত্রণ, মাটি ও পানির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, ইটের ভাটার দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ আইন নিশ্চিতকরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘পানি ব্যবস্থাপনার নীতি এবং বাস্তবায়নের কাঠামো তৈরি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেল ৪ টার দিকে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) আয়োজনে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সিনিয়র প্রোগাম অফিসার এ বি এম সারোয়ার আলম। এরপর উপস্থিত অতিথিরা একটি দলগত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন।
কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত কর্মকর্তা অংশগ্রহণ করেন।