নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর আপত্তিকর অশ্লীল ভিডিও ওয়েবসাইটে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী মিলন গাঙ্গুলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিলন গাঙ্গুলী জামতলা ধোপাপট্টি এলাকার বৃন্দাবন গাঙ্গুলীর ছেলে।
স্ত্রীর অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, গত তিন বছর পূর্বে মিলন গাঙ্গুলীর সাথে ওই নারীর বিয়ে হয়। একবছর পূর্বে শাশুড়ি, ননদ ও স্বামী তাকে যৌতুকের দাবিতে বাসা থেকে বের করে দেন। পরে ওই গৃহবধূকে বার বার বাড়ি ফিরতে বললেও ফিরেননি। এর জেরে পূর্বে ধারণ করা ৭টি ভিডিও ওয়েবসাইটে ছড়িয়ে দেয়া হয়।
ওসি আরো জানান, মিলন গাঙ্গুলীর ল্যাপটপ থেকে ভিডিও উদ্ধার করা হয়েছে। ওয়েবসাইটে আপলোড করা ভিডিওগুলো মুছে ফেলার চেষ্টা চলছে।