কোহলিদের লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

New Zealand's Trent Boult prepares to throw the ball to run out India's Jasprit Bumrah, left, during play on day three of the second cricket test between New Zealand and India at Hagley Oval in Christchurch, New Zealand, Monday, March 2, 2020. (AP Photo/Mark Baker)

ঘরের মাঠে ৫ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার মধুর প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড৷ পরবর্তী ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের পর এবার ২ ম্যাচের টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়াকে পালটা হোয়াইটওয়াশ করল কিউইরা৷ ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড৷ এবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে কোহলিদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নেয় কেন উইলিয়ামসনরা৷ আর আজ সোমবার মাত্র আড়াই দিনে ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড।

হ্যাগলি ওভালে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৩২ রান৷ তৃতীয় দিনের লাঞ্চের পরেই কিউইরা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়৷ টস হেরে শুরুতে ব্যাট করা ভারত প্রথম ইনিংসে অল-আউট হয় ২৪২ রানে৷ জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৩৫ রানে৷ অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ৭ রানের সংক্ষিপ্ত লিড নেয় ভারত৷ তবে দ্বিতীয় দফায় চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে বড় রানের ইনিংস গড়ে তুলতে ব্যর্থ হয় কোহলি অ্যান্ড কোং৷ দ্বিতীয় ইনিংসে ভারত অল-আউট হয় ১২৪ রানে৷ নিউজিল্যান্ড শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলে ম্যাচ জিতে যায় উইলিয়ামসনরা৷

দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৯০ রানের পর থেকে খেলতে নেমে ভারত তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায়৷ শেষ ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় দিনের লাঞ্চে বিনা উইকেটে ৪৬ রান তোলে৷ লাঞ্চের পর নতুন করে খেলা শুরু হলে এক ঘণ্টাতেই জয় নিশ্চিত করে কিউইরা৷

টম লাথাম ৫২ রান করে উমেশ যাদবের বলে আউট হন৷ অপর ওপেনার টম ব্লান্ডেল ৫৫ রান করে বুমরাহর বলে বোল্ড হন৷ উইলিয়ামসন ৫ রান করে বুমরাহ বলেই রাহানের হাতে ধরা দেন৷ রস টেলর ও হেনরি নিকোলস উভয়েই ব্যক্তিগত ৫ রানে অপরাজিত থাকেন৷ প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৯ রান করা কাইল জেমিসন ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন৷ দু’টি টেস্টে ১৪টি উইকেট নিয়ে সিরিজ সেরা হন টিম সাউদি৷

Share this post

scroll to top