বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের ১৭ তম ইন্টার্নশিপ ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ইন্টার্নশিপের মাধ্যমে অর্জিত ব্যবহারিক জ্ঞানকে দেশের প্রাণিসসম্পদ উন্নয়নে কাজে লাগাতে হবে। খাদ্যশস্য ও মৎস্যখাতের তুলনায় দেশের প্রাণিসম্পদ কিছুটা পিছিয়ে আছে। ইন্টার্ণশিপের মাধ্যমে হাতে কলমে শেখার অপার সুযোগকে কাজে লাগিয়ে দক্ষ, কর্মক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে কাজ করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এছাড়াও অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।