ঢাকাSunday , 1 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট সিদ্দিকুর রহমান

Link Copied!

BAU BBSM Hall new provost joining (2)বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নতুন হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সাবেক হল প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্চিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে হল প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল হক, বেগম রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহযোগি অধ্যাপক ড. এফ এম জামিল উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের হাউজ টিউটর আর এ জুইস, মো. হেলাল উদ্দিন, মো. তাহমিদ হোসেনসহ বঙ্গবন্ধু শেখ মুজিব হলের কর্মকর্তা-কর্মচারী ও হলের শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. শংকর কুমার দাশ দীর্ঘ ২ বছর ৪ মাস বছর ধরে বঙ্গবন্ধু হলের হল প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বলেন, অধ্যাপক ড. শংকর কুমার দাশ তার দায়িত্বকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের অনেক উন্নয়ন করেছেন। হলের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব। তাই আগামীতে চলার পথে আমার কাজে  হলের সকলের সাহায্য কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।