১৭ মার্চ সকালে আসছেন নরেন্দ্র মোদী

narendra-modi মোদীবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আওয়ামী লীগ সরকারের আমন্ত্রণে ১৭ মার্চ সকালে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  রোববার (১ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই তথ্য জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘১৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আসবেন। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আছে। এরপরও হয়তো কোনো আপডেট আসতে পারে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত সিডিউলে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কারণ, জাতির পিতার জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ প্রধানমন্ত্রী থাকবেন টুঙ্গিপাড়ায়।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জাতির পিতার শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হবে। নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন। সচিবের সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

উল্লেখ‌্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর দিন (১৭ মার্চ) থেকে শুরু হবে বছরব‌্যাপী মুজিববর্ষ উদযাপন।

Share this post

scroll to top