ময়মনসিংহে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ১

MYM-MMCHজ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়া ওমানফেরত এক শ্রমিককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালটির সংক্রামক ব্যাধি ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ওই শ্রমিক গত ২৬ ফেব্রুয়ারি ওমান থেকে গ্রামের বাড়িতে আসেন। সেখান থেকে আসার পর তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে আনেন স্বজনরা।

সংক্রামক ব্যাধি ওয়ার্ডের ইনচার্জ ডাক্তার প্রজ্ঞানন্দ জানান, তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share this post

scroll to top