আবার ব্যর্থ কোহলি, বিপর্যয়ের দিকে ভারত

কিউই বোলারদের ট্র্যাপে ফের পা-দিলেন ভারতের অধিকনায়ক বিরাট কোহলি৷ ফের ব্যর্থ ভারত অধিনায়ক৷ আজ শনিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর দ্বিতীয় ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ৩ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন বিরাট কোহলি৷ টিম সাউদির শিকার হয়েছেন বিরাট৷ ৩৩ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান।

সময়টা মোটেই ভালো যাচ্ছে না কোহলির৷ হ্যাগলে ওভালেও টস ভাগ্য সঙ্গ দেয়নি ভারত অধিনায়ক৷ টস হেরে গ্রিন টপে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে৷ মেঘলা আবহাওয়া ও ঘাসের পিচে ইনিংসের শুরটা মন্দ হয়নি ভারতের৷ পৃথ্বী শ ও ময়াঙ্ক আগরওয়াল ওপেনিং জুটিতে ৩০ রান যোগ করেন৷ ময়াঙ্ক ব্যক্তিগত ৭ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেও পৃথ্বীর আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১২ ওভারের হাফ-সেঞ্চুরিপূর্ণ করে ভারত৷ তবে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন পৃথ্বী৷

৬৪ বলে ৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন পৃথ্বী৷ কাইল জেমিসনের অফ-স্টাম্পের বাইরের ডেলিভারি মারতে গিয়ে স্লিপে ধরা পড়েন তিনি৷ স্পট-জাম্প দিয়ে এক হাতে দুরন্ত ক্যাচ নেন টম লাথাম৷ এর পর ক্রিজে আসে ক্যাপ্টেন কোহলি৷ প্রথম বল মিড-উইকেটে ঠেলে দিয়ে তিন রান নেন বিরাট৷ ৮৫ রানে দুই উইকেট হারিয়ে লাঞ্চে যায় ভারত৷ পূজারা ১৬ ও কোহলি ৩ রানে অপরাজিত থাকেন৷

কিন্তু মধ্যাহ্নভোজ সেরে মাঠে ফিরেই সাউদির শিকার হন কোহলি৷ মিডল-স্টাাম্পের বলে সাফল করে এসে এলবিডব্লিউ হন ভারত অধিনায়ক৷ রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি৷ তৃতীয় আম্পায়ার আলিম দারও বিরাটকে আউট দেন৷ ফলে ব্যক্তিগত ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন কোহলি৷ ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টেও রান পাননি বিরাট৷ বেসিন রিজার্ভের দুই ইনিংসে তাঁর অবদান ছিল ২ ও ১৯৷

শুধু তাই নয়, নিউজিল্যান্ড সফরে একবার মাত্র হাফ-সেঞ্চুরির গণ্ডি ছুঁয়েছেন ভারত অধিনায়ক৷ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত কিউয়িদের হোয়াইটওয়াশ করলেও একবার হাফ-সেঞ্চুরির গণ্ডি ছুঁতে পারেননি কোহলি৷ হ্যামিলটনে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৫১ রান করেন বিরাট৷ এখন পর্যন্ত কিউয়ি সফরে এটাই বিরাটের সর্বোচ্চ রান৷

Share this post

scroll to top