হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে করে ৪৭৫টি ইয়াবা পাচারের সময় মাধব কুমার বিশ্বাস (২৬) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক মাধব ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামগোপালপুর গ্রামের অমলেন্দু বিশ্বাসের ছেলে। বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে দায়িত্বরত আর্মড পুলিশ। পরে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে সে। পেট থেকে ইয়াবা বের করতে সময় লাগে ৭ ঘণ্টা। সে নভোএয়ার যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে।