ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় কোচিং ক্লাসে ও মাদরাসায় যাবার পথে নিখোঁজ হয় চার বোন। পরে জানা যায় তাদের অপহরণ করা হয়েছে। এ ঘটনায় অপহরণের অভিযোগে সজীব, আল-আমিন ও হৃদয় নামে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি পূর্ববাখাই গ্রামের একই পরিবারের চার বোন নিখোঁজ হয়। তাদের সন্ধান না মিললে পরিবার গত ২৪ ফেব্রুয়ারি ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করে। এ ঘটনায় ময়মনসিংহ জেলা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোবাইল ট্র্যাকিং করে গত বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে ৪ বোনকে উদ্ধার করে জেলা ডিবি পুলিশ ও ফুলপুর থানার পুলিশ।
জানা যায়, পরিবারের সাথে চার বোনের নানা বিষয়ে মনোমালিন্য চলে আসছিল। এ সুযোগে আত্মীয়তার সূত্র ধরে পূর্ব পরিচিত ওই তিন অপহরণকারী কৌশলে তাদেরকে ঢাকায় নিয়ে যান। চাকরির কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে তাদের অপহরণ করা হয়।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সাথে আরো জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।