পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৭ বছর বয়সী শিশু মাহিমকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের দুই দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।
বৃহস্পতিবার সকালে বন্দর থানার এসআই হানিফ মাহমুদ শিশু মাহিমকে তার বাবা জাহাঙ্গীর আলম ও মা মুক্তা বেগমের হাতে তুলে দেন।
সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের সামনে থেকে ওই শিশুকে কুড়িয়ে পায় বন্দরের চিড়ইপাড়া এলাকার হালিম ও মাসুম নামে দুই ব্যক্তি।
বন্দর থানার এসআই হানিফ মাহমুদ জানান, সোমবার বিকালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মাহিম (৭) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের সামনে একা দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। এ সময় বন্দরের চিড়ইপাড়া এলাকার হালিম ও মাসুম নামে দুই ব্যক্তি শিশু মাহিমকে কুড়িয়ে পেয়ে থানায় নিয়ে আসেন।
তিনি জানান, মাহিম নামের এক শিশু পাওয়া গেছে এই মর্মে ওসির নির্দেশে সারা দেশের প্রত্যেক থানায় ম্যাসেজ দেয়া হয়। পরে নিখোঁজ সংক্রান্ত জিডি করতে ঈশ্বরগঞ্জ থানায় যায় শিশু মাহিমের পরিবার। এরপর সেখানে আগাম বার্তায় হারানোর শিশুর সন্ধান পেয়ে বৃহস্পতিবার সকালে বন্দর থানায় এসে হাজির হন মাহিমের বাবা জাহাঙ্গীর আলম ও মা মুক্তা বেগম।
পরে সংবাদকর্মীদের উপস্থিতিতে বাবা-মার কাছে তুলে দেয়া হয় শিশু মাহিমকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।