সিরাজগঞ্জে গণধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে গণধর্ষণের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো: নাজির বৃহস্পতিবার এই রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পার পাচিল গ্রামের মোজাহার আলীর ছেলে রাসেল হোসেন (২২), ভাটপিয়ারী গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল (২৩), ভাটপিয়ারী গ্রামের দানেজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪১), পার পাচিল গ্রামের সুলতান আলীর ছেলে নাজমুল হোসেন (২১), পারপাচিল গ্রামের নুর ইসলাম (২৩) ও পার পাচিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩১)। এর মধ্যে সোহেল ও আব্দুল মোমিন পালাতক রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপেয়ারী গ্রামের মৃত আবু সাইদের মেয়ে রত্না (১৮) খাতুনের সাথে পাশের পার পাঁচিল গ্রামের এক সন্তানের জনক রাসেলের সাথে প্রেমের সম্পর্ক হয়। এরই এক পর্যায়ে ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ভাটপেয়ারী চরে রত্নাকে ডেকে নেয় রাসেল। তখন আরো পাঁচজনকে এনে একটি আখ ক্ষেতে রাতভর পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনায় নির্যাতীতা রত্নার ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেয়।

বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে আসামি রাসেল, রাজ্জাক, নুরু ও নাজমুলের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করে।

Share this post

scroll to top