ময়মনসিংহের কোতোয়ালী থানার মহজমপুর পূর্বপাড়ায় ভাতিজা মইন শাহকে (১৬) খুনের দায়ে চাচা নূর আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় দেন।
মামলায় সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিশ্বনাথ পাল।
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচা নূর আলম ভাতিজা মইন শাহকে খুনের ঘটনায় দায়েরকৃত মামলার ঘটনায় আজ বুধবার সাক্ষ্যগ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন ফাঁসির আদেশ দেন।
৭ দিনের মধ্যে এ আদেশের ব্যাপারে আপিলের সুযোগ রয়েছে আদেশে। আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর চাচা নূর আলম পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা মইন শাহকে খুন করে। খুনের ঘটনার পর নিহতের মা পারভীন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ আদেশ দেন।