গতকাল ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে আজ থেকে অবস্থার উন্নতি হবে, বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লুঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লুঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে পশ্চিমা লুঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার সংমিশ্রণের কারণে গতকাল দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে।
অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে তাপমাত্রা বাড়বে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।