সম্পত্তি লিখে দেননি মাদকাসক্ত নাতিকে। তাই সব থেকেও এখন বেঘর ১০৫ বছরের বৃদ্ধ দাদা হাজী মোহাম্মদ হোসেন। নাতির অত্যাচারে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ময়মনসিংহের নান্দাইলের আগমুসল্লি গ্রামের এই বৃদ্ধ। আর ঘটনার পর থেকে বাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত নাতি মাজহারুল।
হাজী মোহাম্মদ হোসেন। সবকিছু থাকার পরও যেন নেই কিছুই। সম্পত্তি লিখে না দেয়ায় মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে মাদকাসক্ত নাতি মাজহারুল। তাই শেষ বয়সে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আগমুসল্লি গ্রামের মাদকাসক্ত যুবক মাজহারুল হক। তার অত্যাচার থেকে রক্ষা পেতে, মাদকাসক্ত পুর্নবাসন কেন্দ্রে ভর্তি করান বাবা আব্দুল হাই। পরদিনই বাবার বিরুদ্ধে অপহরণ মামলা করেন মাজহারুলের স্ত্রী। সেই মামলায় ৫৬ দিন জেলও খাটতে হয়েছে।
আব্দুল হাই জানান, ছেলের অত্যাচারে আমি বাড়ি যেতে পারি না, আমার জমি-জমা দেখতে পারি না। আমি এখন দেশে দেশে ঘুরি।
তবে বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি মাজহারুলকে। ঘরে তালা লাগিয়ে গা-ঢাকা দিয়েছেন তিনি।
বৃদ্ধ হাজী মোহাম্মদ হোসেন ও তার পরিবারকে আইনী সহায়তার কথা বলছেন, পুলিশ সুপার। পাশাপাশি ঘটনা তদন্তে দিয়েছেন আশ্বাসও।
ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, এটা জানার পর থেকে আমি ব্যবস্থা নিচ্ছি। আমি ইতিমধ্যে এটা নিয়ে কথা বলেছি, একজন উর্ধ্বতন কর্মকর্তা দ্বারা এটার তদন্ত করাবো।
গত সাত মাস ধরে মাজহারুলের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন দাদা হাজী মোহাম্মদ হোসেন।