বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্যারলে মুক্তি চান না। ১/১১ সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারলে মুক্তি নিয়ে বিদেশে গিয়েছিলেন। আমাদের নেত্রী যাননি। আমাদের নেত্রীর এভাবে মুক্তি নিয়ে দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। যত দিন তাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হবে তত দিন আন্দেলন চলবে। জনগনকে প্রস্তুত থাকতে হবে। তারা চাইলে ২৪ ঘন্টার মধ্যে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বক্তব্য রাখার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এই কথা বলেন।
এর আগে গত রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, খালেদা জিয়া যদি প্যারলে তাহলে আলোচনার পথ খোলা আছে। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতেই পারে। তবে তার চিকিৎসা নিয়ে বিএনপি অনেক রাজনীতি করেছে। তিনি বলেন, সংলাপে আমরা আর বেশি সময় দিতে চাচ্ছি না। কারণ এখন তো আমাদের ইলেকশন রিলেটেড কিছু কাজ করতে হবে।