নেত্রকোনায় ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রিফাত আহমেদ রাসেল : নিরাপদ সড়কসহ ৮ দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন হয়েছে । শনিবার বেলা ১২টায় সুসং সরকারি মহাবিদ্যালয়ের সামনে ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে সুসং সরকারি মহাবিদ্যালয় সহ দুর্গাপুর সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয় । এ সময় তারা বেপরোয়া গতির বালুর ট্রাকের সড়কে যে পরিমাণে দুর্ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । পাশাপাশি সড়কগুলোতে ভেজা বালু পরিবহন বন্ধ, দিনের বেলা সকল ভারী যানবাহন চলাচল বন্ধ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার স্থাপন, হাইড্রোলিক হর্ন বন্ধ সহ ৮টি দাবি তুলে ধরেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও মহোদয় আশ্বাসে আমরা সড়ক থেকে সরে গেচ্ছি। কিন্তু এখনো পৌর শহর সহ উপজেলার সকল সড়কে দিনের বেলা অবৈধ লড়ি গাড়ি চলছে কোনো নিয়মনীতি না মেনেই। আমরা চাই নিরাপদ একটি সড়ক। যে পর্যন্ত দুর্গাপুরের প্রতি সড়ক নিরাপদ না হবে যতক্ষণ পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।

Share this post

scroll to top