স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীনা একপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে শিশুসহ দুজন আহত হয়েছে। ট্রেনটি বৃহস্পতিবার ছেড়ে আসার পর রাত সাড়ে ৮টার দিকে আউলিয়া নগর ও ধলা স্টেশনের মাঝামাঝি স্থানে লাইনের পাশ থেকে অজ্ঞাত দৃর্বৃত্তরা ‘ঙ’ বগির জানালায় পাথর নিক্ষেপ করে।
এতে জানালার পাশে বসা শিশু যাত্রী আশা মনি (৯) ও খান জামান (৫৮) নামে দুই যাত্রী মাথায় ও গলায় জখমপ্রাপ্ত হয়। পরে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় স্টেশন মাস্টার জহিরুল ইসলাম আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু যাত্রীরা ঢাকায় চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করে চলে যান।
গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তারা ঢাকায় চিকিৎসা নেবে বলে জানায়।