স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে একসঙ্গে তিন যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা হলেন উপজেলার অজয় চন্দ্র বর্মণের ছেলে হৃদয় চন্দ্র বর্মণ (১৯), বর্তমান নাম উসমান, দীলিপ চন্দ্র বর্মণের ছেলে প্রদীপ চন্দ্র বর্মণ (২১), বর্তমান নাম উমর ও শশী বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (১৯), বর্তমান নাম আবু বক্কর। অপরদিকে গৌরীপুর পৌর শহরের কলাবাগান কাঠমিস্ত্রি বিমল চন্দ্র বিশ্ব শর্মা (৪০) গৌরীপুর থানা মসজিদের ইমাম ফজলুল হকের মাধ্যমে কালিমা পাঠ করে ইসলামিক নিয়ম অনুসারে স্থানীয় মুসলিমদের উপস্থিতিতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বর্তমান নাম মো. আবদুল্লাহ। গত ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সন্তান তিনি।
সূত্রে জানা যায়, তিন যুবক দীর্ঘদিন ধরে বাড়ির বাহিরে অবস্থান করছিলেন। ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ইসলাম ধর্মগ্রহণের পর থেকে বর্তমান ঠিকানা ময়মনসিংহ সদরের মাদরাসাতুস মাওয়াহ আল ইসলামিয়া মোমেনশাহীতে অবস্থান করছেন ওই তিন যুবক।