মাগুরার মহম্মদপুরে এসএসসি পরীক্ষা চলাকালে বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিবকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনায় একজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
কেন্দ্র সচিব মো: রতন আলী জানান, ট্রলির ধাক্কায় রাস্তার উপর একটি গাছ উপড়ে পড়ে যায়। এতে পরীক্ষার্থী ও স্থানীয়দের চলাচলের ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। ফলে গাছটি কেঁটে স্থানীয়দেরকে হেফাজতে রাখতে বলা হয়। এতে বাঁধা দেন স্থানীয় যুবক কুবাদ মৃধা। পরে কুবাদ ঘটনাস্থলে আমাকে ডেকে নিয়ে যান। আমার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি মারপিট শুরু করেন। এতে আহত হন বলে জানান রতন আলী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো: রাসেল জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় দণ্ডবিধির ১৮৬ ধারা মোতাবেক কুবাদ মৃধাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবক কুবাদ মৃধা উপজেলার সুলতানসি গ্রামের জহুরুল হক মৃধার ছেলে।