বাকৃবিতে প্রভোস্টের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

তানিউল করিম জীম : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক আশরাফুল হক হলের শিক্ষার্থীরা হল প্রভোস্টের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে । এসময় হল প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে পদত্যাগ চেয়ে বিভিন্ন স্নোগান দিতে থাকে ওই হলের শিক্ষার্থীরা।

বিশ্বস্তসূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা হল প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে প্রভোস্ট হলে আসলে শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে স্নোগান দিতে শুরু করে। শিক্ষার্থীরা  স্নোগান দিতে শুরু করলে প্রভোস্ট সেখান থেকে চলে যান। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. শফিকুল ইসলাম ও ড. চয়ন গোস্বামী ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে শিক্ষার্থীরা কক্ষে ফিরে যান।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হলের আবাসন সংকট নিরসন, খেলার মাঠ সংস্কার, ডাইনিং চালু রাখাসহ হলের বিভিন্ন সমস্যা সমাধানে হল প্রভোস্টকে বারবার অবহিত করা হলেও তিনি কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে হল ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান পিয়াল জানায়, আমাদের হলে অন্য যেকোন হলের চেয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ রয়েছে। শিক্ষার্থী হয়রানিমূলক ঘটনা আমাদের হলে ঘটেনি। কিন্তু হল প্রভোস্ট হলের সমস্যাগুলো সমাধান না করে জুনিয়র শিক্ষার্থীদের চাপ প্রয়োগের মাধ্যমে অসত্য কথা বলানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান কবির বলেন, গেস্টরুমে শিক্ষার্থীদের নিপীড়ন বন্ধ করার জন্য কাজ করছি। হলে শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং কেউ যেন মানসিকভাবে বিকারগ্রস্থ না হয় এজন্য শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করছি। এ বিষয়টি অনেকেই ভালোভাবে নেয়নি। এজন্যই তারা আমার পদত্যাগের দাবি তুলেছে।

Share this post

scroll to top