স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ট্রেনের লাইন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গৌরীপুর স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুত গতির ট্রেন শম্ভুগঞ্জ স্টেশন পের হলেই লাইনের সমস্ত ক্লিপ খুলে যায়। এতে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌছলেও লাইন বিচ্ছিন্ন করে চলে আসায় পরবর্তী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নৈশ্য প্রহরীর বিচক্ষণতায় বেঁচে গেল পরবর্তী ট্রেনগুলোর হাজারো যাত্রীর প্রাণ।
প্রত্যক্ষদর্শী আল-কাউসার জানান, স্থানীয় এক নৈশ্য প্রহরী লাইন বিচ্ছিন্ন হওয়া দেখে সাথে সাথে শম্ভুগঞ্জ রেল স্টেশন মাস্টারকে অবহিত করলে অন্যান্য ট্রেন শম্ভুগঞ্জ স্টেশনেই থেমে থাকে।
চড় ঝাউগাড়ার নৈশ্য প্রহরী মো. মুকসেদুল হক জানান, শম্ভুগঞ্জ স্টেশন হয়ে একটি দ্রুত গতির ট্রেন যাবার পর প্রায় ৫০০ হাত লাইনের ক্লিপ অটোমেটিক খুলে লাইন বিচ্ছিন হয়ে যায়।
এ ব্যাপারে ময়মনসিংহ রেলওয়ের কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।