বাকৃবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি হামিদুল ইসলাম সাধারণ সম্পাদক মাশহুর

তানিউল করিম জীম : কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হামিদুল ইসলামকে সভাপতি এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্ত অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী মাশহুর আহমেদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) ২০২০ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১নং গ্যালারীতে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন ওই কমিটির ঘোষণা করেন সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান সৌরভ।

কমিটিতে সহ-সভাপতি পদে বাপন দে, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শারমিন ইসলাম ইভা, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল কাফি ও তাহমিদ হাসান খান,  সাংগঠনিক সম্পাদক স্বপ্নিল আহমেদ জাহিন ও আবরার ফাইয়াজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে লাবন্য ভৌমিক, সাদিয়া হক তন্নি ও বখতিয়ার উদ্দিন সাদ, কোষাধ্যক্ষ পদে রোদেলা তাসনিম, হিউম্যান রিসোর্স ম্যানেজার পদে মাইশারা রশিদ এবং সাব্বির হোসেন মনোনীত হয়েছেন।

এছাড়াও কমিটিতে কমিউনিকেশন লিড পদে রেদওয়ানুল ইসলাম রাফি, মনজুর এলাহি সৌরভ ও ইশিতা জাহান তুলি, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর পদে আব্দুল্লাহ-আল মুহিত, আসিফ রহমান, কামরুন্নাহার চৈতি, আব্দুল্লাহেল জাহেদি, আব্দুল্লাহ আল রাফি ও মো. শাহরিয়ার খন্দকার, মিডিয়া এবং রিলেশন বিষয়ক পদে সাদমান সাকিব, মনতেকুল তয়রা, মানজুমা ফেরদৌস জীম, অন্বেষা অনন্যা এবং ইভেন্ট ম্যানেজার পদে স্বর্ণালী আশা, নওরিন মুসতারিন, জাহিদুল ইসলাম রিফাত, ফারজানা আফরিন উষ্মী ও জুলকার নাইন ডার্ড মনোনীত হয়েছেন।

নতুন এ কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন এবং ফার্মকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার।

Share this post

scroll to top