রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। শুনানী শেষে ব্যারিস্টার মইনুল হোসেন আদালত ত্যাগ করার পর উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ এখন পর্যন্ত পাঁচটি কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
জানা যায়, বিভিন্ন মামলায় আদালতে শুনানী ও হাজিরা থাকায় বিএনপি নেতাকর্মীরা সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান করছিলেন। সকাল থেকে সরকারদলীয় নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণ দখল করে বিক্ষোভ করলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন নিশ্চুপ।
এরপর আদালত চত্বরে ব্যারিস্টার মইনুলের উপর হামলার ঘটনায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। শুনানী শেষে ব্যারিস্টার মইনুল হোসেন আদালত ত্যাগ করার পর পরই বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।