ময়মনসিংহের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ত্রিশাল ও ফুলবাড়িয়ার সার্কেল অফিসার এএসপি স্বাগতা ভট্টাচার্য।
মঙ্গলবার জেলা পুলিশ লাইন্স হল রুমে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার প্রদান করা হয়েছে।
অপরাধ দমন, আইন শৃঙ্খলার উন্নতি, দক্ষ ও সাহসিকতা, সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্যে সচেতনতা বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মামলা দ্রুত নিষ্পত্তি করায় সহকারী পুলিশ সুপার (এএসপি) ত্রিশাল সার্কেল স্বাগতা ভট্টাচার্যকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান পিপিএম (সেবা)।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসাবে পদোন্নতিপ্রাপ্ত) হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী উপস্থিত ছিলেন।
জানুয়ারি মাসের ভাল কাজের জন্য নিষ্ঠাবান ও পরিশ্রমী অফিসারদের উত্তম পুরস্কারে ভূষিত করেন।
ত্রিশালের সার্কেল স্বাগতা ভট্টাচার্য যুগান্তরকে বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে কাজ করবো।