ভালুকায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত প্রমা আক্তার সাবেক বিজিপির সদস্য মজিবুর রহমানের বড় মেয়ে। তিনি ভালুকা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নিহতের মা শিমুল আক্তার ছোট মেয়েকে কোচিং থেকে নিয়ে এসে দেখেন ভেতর থেকে প্রমার ঘরের দরজা লাগানো।

দরজা খোলার জন্য মা অনেক ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের আরেক দরজা খুলে ভেতরে ঢোকেন তিনি।

প্রমা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে রশি কেটে প্রমাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রমাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রমার আত্মহত্যার কারণ জানা যায়নি।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রমা আক্তার আত্মহত্যা করেছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top