ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের উপর হামলা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ড ও মহানগর কমান্ডের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর কমান্ডের সাবেক যুগ্ম আহবায়ক সেলিস সাজ্জাদ, সাবেক ময়মনসিংহ জেলা ডেপুটি কমান্ডার জিয়াউল হক, সাবেক ময়মনসিংহ জেলা ডেপুটি কমান্ডার হারুনর রশিদ, ময়মনসিংহ সহকারী জেলা কমান্ড কামাল পাশা, সদস্য সচিব মহানগর ইউনিট কমান্ড সেলিম সরকারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ নগরীর গাঙ্গীনার পাড় থেকে জেলা প্রশাসকের অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন মুক্তিযোদ্ধারা। পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন। সূত্র: বিএনএ

Share this post

scroll to top