করোনাভাইরাস রোধে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অব মেডিসিন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে করণীয় বিষয়ে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ সিএন সরকার চন্দন, অধ্যাপক ডাঃ সত্য রঞ্জন সূত্রধর, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ আবুল কাশেম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবুল হোসেন, অধ্যাপক ডাঃ মতিউর রহমান ভুইয়া ও ডাঃ তারা গোলন্দাজ।

Share this post

scroll to top