ময়মনসিংহের ঢাকা লিটন কনফেকশনারিতে মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার : অবৈধ পন্থায় নকল পণ্য ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজারে বিক্রি করায় ময়মনসিংহের স্বনামধন্য ঢাকা লিটন কনফেকশনারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

সোমবার শহরের গাংগিনারপাড় এলাকায় ঢাকা লিটন কনফেকশনারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ। এসময় বিএসটিআই আইন ২০১৮ এর ১৭ ধারা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪ (১) ধারা অনুযায়ী নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় যথাক্রমে ২৫০০০ টাকা ও ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।লিটন কনফেকশনারী

Share this post

scroll to top