স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে শিক্ষিকার ডাস্টারের আঘাতে স্কুলছাত্র হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে।
অভিযোগে জানাযায়, ময়মনসিংহের হালুয়াঘাটে নাহিদ হাসান নামে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে শিক্ষিকার ডাস্টারের পিটুনিতে আহত হয়। আহত শিক্ষার্থীকে রোববার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাহিদ হাসান উপজেলার খরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।
আহত শিক্ষার্থীর পিতা আবু রায়হান বলেন, দুপুরে গণিত পড়া না পারায় ঐ বিদ্যালয়ের শিক্ষিকা ফরিদা খাতুন আমার ছেলেকে ডাস্টার দিয়ে পিঠে এলোপাথারি পেটায়। ছেলে ভয়ে বাড়িতে কাউকে কিছু বলেনি। রাতে খাবার খাওয়ার সময় সে বমি করে। পরে ঘটনা খুলে বললে আমি দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করি।
এ ঘটনার খবর পেয়ে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ সাদ ইবনে ওয়াসেক বলেন, রাতে ঐ শিক্ষার্থীকে তার বাবা মা হাসপাতালে ভর্তি করেন। তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কাঠের কোন বস্তু দিয়ে তাকে পিঠে আঘাত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ফরিদা খাতুন বলেন, আমি ঐ শিক্ষার্থীকে হাত দিয়ে মেরেছি। ডাস্টার দিয়ে নয়।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর বলেন, আমি ঘটনাটি শুনেছি। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, আমি আহত শিক্ষার্থীর সাথে কথা বলেছি। অভিযুক্ত ঐ শিক্ষিকার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে করে এমন কাজ কেউ না করতে পারে।