নীলফামারীর সৈয়দপুর শহরের রেল লাইন এলাকায় সভার মাইক বাঁধতে গিয়ে ইদু (২৮) নামে এক তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। নিহত ইদু শহরের বাঁশবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে। সে শহরের উজালা মাইক সেন্টারের ডেকোরেশন কর্মী হিসাবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের ধারে ছোট্ট আকারে জলসা করার উদ্দেশ্যে উজালা মাইক সেন্টারের মাইক ভাড়া করা হয়। ওই তরুণ উপরে উঠে মাইক বাঁধার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে টিনের চালে ও পরে মাটিতে পড়ে। সঙ্গে সঙ্গে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ইদুকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন।