নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে সাকিব (৩) নামে এক শিশু মারা গেছে। রোববার দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই দিন সকাল থেকে সাকিব নিখোঁজ ছিলো। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি। পরে দুপেুরের দিকে বাড়ীর পাশের ডোবায় তার লাশ দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। নিহত সাকিব প্রভাকরদী গ্রামের কাওছারের ছেলে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।