ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৬

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ৪জন নিহত ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ আরো অন্তত ২৬ জন আহত হয়েছেন। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে শ্রীপুরের জৈনাবাজার পর্যন্ত প্রায় ২০ কিমি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে যোগ দিতে শনিবার সকালে ময়মনসিংহ থেকে গাজীপুরের বোর্ড বাজারস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। পথে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গেলে তাকে বহনকারী জীপটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ আহতকে দেখতে হাসপাতালে যান এবং খোঁজ খবর নেন।

বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আব্দুল বারেক জানান, মহাসড়কের ডিভাইডারের কাটা অংশদিয়ে একটি প্রাইভেট কার হঠাৎ মোড় নিতে গলে কারটি আমাদের গাড়ীর সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। তখন প্রাইভেট কারটিকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের মাথা, হাত ও বাম পায়ে আঘাত পেয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।

জিএমপি’র সদর থানার ওসি আলমগীর ভুঁইয়া জানান, ঢাকা থেকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শনিবার সকালে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বেলা ১১টার দিকে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের ৩নং গেইটের সামনে ময়দা-আটা বোঝাই অপর একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে উল্টে যায় এবং বাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এ ঘটনায় বাসের সুপারভাইজার তৈয়বুর রহমান (৪৫) ও হেলপার (২৫) ঘটনাস্থলেই নিহত এবং অন্তত আরো ১৮জন আহত হয়েছে। নিহত তৈয়বুর নরসিংদী জেলা সদরের চরদিঘলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। হতাহতরা সবাই বাসের আরোহী ছিলেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৯জনকে এ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রী ময়মনসিংহ সদরের আকোয়া হাজীবাড়ীর সাবরিনা আক্তার মিম (১৮) ও একই জেলার সিজান (২২) নামের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। আহত অপর ৭ জন এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এরা হলো- ময়মনসিংহ সদরের সিজান (২২) ও ইরতিজা দীপ (২৪), ঢাকার শান্তি নিকেতন এলাকার শামসুল আলম (৬৮) ও তার মেয়ে সামছিয়া আফরিন, ঢাকা মোহাম্মদপুরের রিফাত (২৮), ময়মনসিংহের তারাকান্দা থানার ডগুয়া গ্রামের নয়ন (৩০), নারায়নগঞ্জের ফতুল্লা থানার পাগলা
পশ্চিমপাড়া এলাকার সোহেল রানা (৩৪) এবং অজ্ঞাত (৩০)।

এদিকে মাওনা হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, শ্রীপুরে শনিবার পৃথক সড়ক দূর্ঘটনায় দু’নিহত হয়েছে। সকাল ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এক ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। তার নাম সরাফত আলী (৭০)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মোল্লাপাড়া এলাকার মৃত কেল্লা মোল্লার ছেলে। তিনি শ্রীপুরের আবদা এলাকার ভাড়া বাসায় এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

এর আগে সকাল আটটার দিকে গিলাবেড়াইদ এলাকার হাজী মফিজ উদ্দিন সিএনজির পাম্পের সামনে একই মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

Share this post

scroll to top