স্টাফ রিপোর্টার : দুর্নীতির দায়ে কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্ধোধন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. তাজুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবেন। সরকার দেশের প্রত্যেক নাগরিকের প্রতি যেমন আন্তরিক, তেমনি জিয়ার মুক্তির ব্যাপারেও আন্তরিক। বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও একটি দলের প্রধান হওয়ায় সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদ ধনু, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি প্রমুখ।