ময়মনসিংহ মেডিকেলে হৃদরোগের পূর্ণ চিকিৎসায় ক্যাথ ল্যাবের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিয়াক ক্যাথ ল্যাবের যাত্রা শুরু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ৫৭ বছর পর শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই ক্যাথ ল্যাবের যাত্রা শুরু হয়। ক্যাথল্যাব উদ্বোধন করার ফলে রোগীর এনজিওগ্রাম করার পর হার্টের ব্লক কিংবা ছিদ্র ধরা পড়লে প্রয়োজনীয় রিং পরানো, পেসমেকার স্থাপন এবং বাইপাস হার্ট সার্জারি করার সুবিধা থাকবে। এছাড়াও শিশুদের হার্টের জন্মগত সমস্যা সমাধানেও চিকিৎসা করা যাবে। কার্ডিয়াক ক্যাথ ল্যাব চালু করতে ইতোমধ্যে ১০ বেডের একটি ওয়ার্ডসহ সব আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিসিইউ ইউনিটের প্রধান অধ্যাপক ডা. এম এ বারীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন, হাসপাতালের উপপরিচালক ডাক্তার লক্ষ্মী নারায়ণ মজুমদার, ইন্টারভেনশনাল অধ্যাপক ডা. আবুল হোসেন, বিএমএ সভাপতি ডাক্তার মতিউর রহমান ভূঁইয়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের প্রধান ও মিড লেভেলের চিকিৎসকরা। তবে অভ্যন্তরীন কোন্দলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ।

Share this post

scroll to top