ময়মন‌সিংহগামী এনা বাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

গাজীপু‌রের রা‌জেন্দ্রপুর এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘ‌র্ষে দুজন নিহত ও ১০ জন আহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার বেলা ১১টার দি‌কে এ দুর্ঘটনায় নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর ভূইয়া জানান, মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা থে‌কে ময়মন‌সিংহগামী ‘এনা প‌রিবহ‌নের’ এক‌টি যাত্রীবাহী বাস একই দিকগামী এক‌টি কাভার্ডভ্যান‌কে পেছন দিক থে‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লে দুই বাসযাত্রী নিহত ও ১০ জন আহত হয়।

হতাহত‌দের উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ইউএনবি।

Share this post

scroll to top