গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, তার গাড়িচালক হেলালুর রহমান ও বডিগার্ড আবদুল বারেক।
জানা যায়, বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যোগদানের জন্য যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে রাজেন্দ্রপুরে একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে খন্দকার মোস্তাফিজুর রহমানসহ তিনজন আহত হয়েছেন।
গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানসহ তিনজনকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাথা-হাত ও পায়ে আঘাত পেয়েছেন। আহত অপর দুজনও আশঙ্কামুক্ত।