ময়মনসিংহ বিভাগের ছাত্রদল পুনর্গঠনে টিম লিডারের দায়িত্ব পেলেন রুম্মন

স্টাফ রিপোর্টার : ছাত্রদল ও যুবদলকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। এ লক্ষ্যে সংগঠন দুটির তৃণমূলকে ঢেলে সাজাতে চায় দলটি। ইতিমধ্যে দশ সাংগঠনিক বিভাগে সফরের জন্য ছাত্রদলের ১০ ও যুবদলের ১১টি টিম গঠন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের ছাত্রদলকে পুনর্গঠন করতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাজেদুল ইসলাম রুম্মনকে ময়মনসিংহ বিভাগের টিম লিডার করা হয়েছে। বিএনপির ভ্যানগার্ডখ্যাত ছাত্র সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ইতিমধ্যে সারা দেশে সফর শুরু করেছেন। যুব সংগঠনটির দায়িত্বপ্রাপ্তরাও শিগগির সফরে বের হবেন।

যুবদলের নেতারা জানান, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশাল- এই দশ সাংগঠনিক বিভাগ সফর করবেন দায়িত্বপ্রাপ্তরা। এসব বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলার ইউনিয়ন পর্যন্ত সব ইউনিটে তারা মতবিনিময় করবেন। মেয়াদোত্তীর্ণ কমিটি থাকলে স্থানীয় নেতাদের সঙ্গে বসে নতুন করে আহ্বায়ক কমিটি করার নির্দেশনাও রয়েছে। সফর শেষে প্রতিটি জেলার সার্বিক চিত্র তুলে ধরে কেন্দ্রের কাছে সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরবেন। সে অনুযায়ী কেন্দ্র পরবর্তী পদক্ষেপ নেবে। ছাত্রদলের নেতারা জানান, টিমের দায়িত্বপ্রাপ্তরা ইতিমধ্যে জেলা সফর করছেন। প্রতিটি জেলার অধীন উপজেলা, কলেজ ও পৌর শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। সফর শেষে তারাও কেন্দ্রের কাছে সাংগঠনিক প্রতিবেদন জমা দেবেন। জানতে চাইলে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু যুগান্তরকে বলেন, তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব তুলে আনতে এবং সংগঠনের গতি আরও শক্তিশালী করতে এসব টিম গঠন করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, তৃণমূলে ছাত্রদলকে শক্তিশালী করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের পরামর্শে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে গঠিত দশটি সাংগঠনিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে। তারা প্রতিটি জেলার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে কেন্দ্রে সার্বিক চিত্র তুলে ধরবেন।

জানা গেছে, গত জানুয়ারি মাসে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ১০টি সাংগঠনিক টিম গঠন করে বিএনপির হাইকমান্ড। একজন কেন্দ্রীয় সহসভাপতির নেতৃত্বে গঠিত প্রতিটি টিমে চারজন করে সদস্য রয়েছেন। এর মধ্যে আছেন একজন যুগ্ম সম্পাদক, একজন সহ-সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। ঢাকা বিভাগে দুটি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। একটি ঢাকা মহানগরীর ইউনিটসমূহের দায়িত্বপ্রাপ্ত। অন্য টিমটি মহানগরের বাইরে বিভাগের অধীনস্থ জেলাগুলোর দায়িত্বপ্রাপ্ত। কেন্দ্রীয় সহসভাপতি পার্থদেব মণ্ডলকে এই টিমের প্রধান করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি জাকিরুল ইসলাম জাকিরকে বরিশাল বিভাগের টিম লিডার, সহসভাপতি মিজানুর রহমান সজীবকে খুলনা বিভাগ, সহসভাপতি মুক্তাদির হোসেন তরুকে ফরিদপুর ও কুমিল্লা বিভাগ, সহসভাপতি মুসাব্বির সাফিকে চট্টগ্রাম বিভাগ, সহসভাপতি ওমর ফারুক কাওসারকে সিলেট বিভাগ, সহসভাপতি সাজিদ হাসান বাবুকে রাজশাহী বিভাগ, সহসভাপতি আশরাফুল আলম ফকির লিংকনকে রংপুর বিভাগ এবং সহসভাপতি মাজেদুল ইসলাম রুম্মনকে ময়মনসিংহ বিভাগের টিম লিডার করা হয়।

Share this post

scroll to top