ময়মনসিংহে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। শুক্রবার বিকেলে নগরীর কাচারী ঘাট মাঠে ‘আমার পণ্য আমার মেলা, আনন্দ হোক সারাবেলা’ এই স্লোগান সামনে রেখে ‘দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২০।
শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক (টিটু)। উদ্বোধনী অনুষ্ঠানে দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুহা. আমিনুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমেদ (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সংরক্ষিত মহিলা আসন ময়মনসিংহের জাতীয় সংসদ সদস্য মুনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, ময়মনসিংহ পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার) মো. হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।